মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: দিরাইয়ে এক সড়ক দুর্ঘটনায় ৪ জন হতাহতের খবর পাওয়া গেছে৷ আজ বৃহস্পতিবার বাদ আছর দিরাই-মদনপুর সড়কের বাংলাদেশ ফিমেইল একাডেমির সামনে মোটর সাইকেলের ধাক্কায় ১ জন পথচারি ও ৩ জন মোটর সাইকেল আরোহী আহত হন৷ আহতরা হলেন দিরাই পৌরসভার সুজানগর গ্রামের মৃত আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে নূরুল হক (৬৫), চণ্ডিপুর গ্রামের মুশাহিদ মিয়ার ছেলে মোটর সাইকেল চালক হোসাইন আহমদ (২০), আরোহী আব্দুর রউফ মিয়ার ছেলে ইমন মিয়া (২০) ও আনোয়ারপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে মাইদুল মিয়া (২০)৷ আহতদেরকে দিরাই হাসপাতালে নিয়ে আসা হলে গুরুতর আহত নূরুল হক ও হোসাইন আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৯টায় নূরুল হক চৌধুরী মারা যান৷