বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : সৌদিআরবে কবির হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। নিহতের পরিবারের দাবি, গত (১৮ জুলাই) রাত ৯টার দিকে সৌদিআরবের আবাহা মাহাইল এলাকায় মালিকের সঙ্গে পারিশ্রমিকের পাওনা নিয়ে কথাকাথাটির এক পর্যায়ে ওই সৌদি নাগরিক কোমর থেকে পিস্তল বের করে কবির হোসেনকে সরাসরি গুলি করে হত্যা করে। তার লাশ মাহাইলের একটি হাসপাতালে এখনও পড়ে আছে। নিহত কবির হোসেনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী এলাকায়। নিহত কবির হোসেনের ছোট ভাই আবদুল গফুর জানান, সৌদিআরব থেকে পেকুয়ার উপজেলার সদর ইউনিয়নের মোরার পাড়ার মো. বাবুল ফোন করে তাদের জানিয়েছেন, কবির হোসেন সৌদিআরবের আবাহা মাহাইল এলাকায় নির্মাণে শ্রমিকের কাজ করতো। সেখানে নির্মাণাধীন ভবনের মালিকের সঙ্গে পারিশ্রমিকের পাওনা নিয়ে তার কথাকাথাটি হয়। এক পর্যায়ে ওই সৌদি নাগরিক কোমর থেকে পিস্তল বের করে তাকে সরাসরি গুলি করে হত্যা করে।
অপরদিকে শুক্রবার (২২ জুলাই) দুপুরে সৌদিআরবে সন্ত্রাসীদের গুলিতে ইয়াকুব হোসেন (৪০) নামে ফেনীর এক প্রবাসী নিহত হয়েছেন। ইয়াকুব হোসেন পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত মো. ইদ্রিস মিয়ার ছেলে।