বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ এফআইভিডিবি-শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সকল ইমাম ও কাজীদের নিয়ে শিশুবিবাহ ও জন্ম নিবন্ধন বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার এফআইভিডিবির ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে এফআইভিডিবি-এসসিপিএস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এটিএম জান্নাতুল নাঈম ও এসএসডাব্লিউ মোঃ আজিজুর রহমান এবং পিও মোঃ আবু সাদেক প্রশিক্ষণ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও জয়কলস ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, পূর্ববীরগাঁও ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা আইয়ূব আলী, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা শায়খুল ইসলাম, শিমুলবাক ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা রফিকুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা আব্দুল আলী, পূর্ব পাগলা ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা মাসুক মিয়া, দরগাপাশা ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা মফিজুর রহমান, কাজীর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হক, দিলাল বেগ প্রমূখ।