সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা আছে : প্রধানমন্ত্রী

দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা আছে : প্রধানমন্ত্রী

fileআমার সুরমা ডটকম: বর্তমানে দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গণমাধ্যমের যদি স্বাধীনতা না থাকত, তাহলে পত্রপত্রিকা ও টেলিভিশনে কীভাবে এত সমালোচনা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রেসক্লাবের ৩১ তলাবিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সুবিধা ভোগ করবেন, দায়িত্ব পালন করবেন না তা হবে না। সাংবাদিকতায় স্বাধীনতা পাচ্ছেন না, এই কথাগুলো কীভাবে বলা হয় যদি স্বাধীনতা নাই থাকে। এসব কথা বলতেও তো স্বাধীনতা লাগে। তিনি বলেন, সংবাদপত্রকে এবং সাংবাদিকদের যত রকম সুবিধা দেওয়া যায়, তার সব ব্যবস্থাই আমরা করেছি। এতোগুলো মিডিয়াতে কর্মসংস্থান হচ্ছে। উন্নয়নে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। সেই ১৯৯৬ সাল থেকেই সাংবাদিকদের সহযোগিতার চিন্তা-ভাবনা আমরা করেছি। কল্যাণ ট্রাস্ট করেছি, আইন হয়েছে এবং ওয়েজ বোর্ড চালু হয়েছে। প্রেসক্লাবের জায়গা নিয়ে শেখ হাসিনা বলেন, এই জায়গাটা যাতে প্রেসক্লাব পায় সেই ব্যবস্থা বঙ্গবন্ধু করেছিলেন। লিখিতভাবে প্রেসক্লাবের জমি লিজ দিয়েছিলেন তিনি। তাকে হত্যা করা হলো, এরপর থেকে আর উন্নতি সেভাবে হয়নি। জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com