শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন
সাইফ উল্লাহ, হাওরাঞ্চল প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বুধবার সকালে সদর ইউনিয়ন পরিষদে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা কৃষি অফিসার ড. সাফায়েত আহম্মেদ সিদ্দিকী, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকার, আকবর হোসেন, সদর ইউপি সদস্য আরজু মিয়া, জিয়াউর রহমান প্রমূখ। এ কর্মসূচিতে ২শত জনকে ধানের বীজ, ২শত জনকে ডিএপিসার, ১০ জনকে এমওপি সার, সরিষা বীজ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়।