মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
একে কুদরত পাশা (সুনামগঞ্জ) : বিএনপি কেন্দ্রীয় কর্যিনির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, অবৈধ সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে যেভাবে বিএনপি নেতাকর্মীরা ঐক্যাবদ্ধভাবে আজকে মিলিত হয়েছেন, তাতে আমি আশাবাদী জয় আমাদের হবেই। তিনি নেতাকর্মীদের বলেন, সুনামগঞ্জের অলি-গলি, ধূলো-বালি সবকিছুর সাথেই আমার সু-সম্পর্ক। স্কুল জীবন থেকে সুনামগঞ্জে এসেছিলাম এখনো আছি। আপনাদের অনুরোধ করবো সব দ্বিধাদ্বন্ধ ভুলে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করবো। তিনি আরো বলেন, আপনাদের সাথে জেলে যেতে হয় আমি যাবো। আসুন আমরা অবৈধ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করি। সুনামগঞ্জ পৌর সভার ১নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নেতাকর্মীরা গত আন্দোলন সংগ্রামে পৌর বিএনপির আহ্বায়ক রেজাউল হককে কাছে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনারা নিজের প্রয়োজনে আমাদের কাছে আসেন কিন্তু দলের প্রয়োজনে আসেন না। গত তিন মাস আমরা রাজপথে ছিলাম, পুলিশের নির্যাতন সহ্য করেছি কিন্তু পৌর বিএনপির কোন নেতা আমাদের খবর রাখেন নি। পরে নাছির চৌধুরী নেতাকর্মীদের শান্ত করে বলেন, এখন থেকে আমি আপনাদের সহযাত্রী। জেলে যেতে হয় এক সাথে যাবো, আসুন আমরা সবাই মিলে দেশ রক্ষা করি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট আবুল মজিদ, নাদির আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক রেজাউল হক, এ্যাডভোকেট আব্দুল হক, এ্যাডভোকেট আব্দুল জলিল, এ্যাডভোকেট কামাল হোসেন, এ্যাডভোকেট সালেহ আহমদ, এ্যাডভোকেট ফয়ছল আহমদ, মোঃ আব্দুছ সামাদ, আবুল কাশেম, একে কুদরত পাশা, কাওছার, নূর মোহাম্মদ, আবুল বশর, মিয়া মোহাম্মদ, রয়েল, শাওন, তাহমিদ, সুমন, জালাল, প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল লতিফকে (ষোলঘর) আহ্বায়ক, নূর মোহাম্মদ (মোহাম্মদপুর), কামালপাশা (নবীনগর), নেয়ামত আলী (মাইঝবাড়ী), কামরুল ইসলাম চৌধুরী (বনানীপাড়া), জীবন মিয়া (বলাকাপাড়া), জজ উদ্দিন (মোহাম্মদপুর), কাওছার আলম (মোহাম্মদপুর), সালাহ উদ্দিন (ষোলঘর), তাহমিদ (ষোলঘর), আফতাব আলী (ষোলঘর), পাবেল (মোহাম্মদপুর) ও স্বাধীনকে (ষোলঘর) সদস্য করে ১নং ওয়ার্ডের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।