শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
মো. মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জয়নগর বাজারে হাজী গনি বক্স উচ্চ বিদ্যালয়ে হাজী আনোয়ারা সোবাহান প্রাথমিক মেধাবৃত্তি ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শওকত আকবর ফাউন্ডেশনের আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা যায়, মেধাবৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণির ছাত্রছাত্রী উপস্থিত ছিল ৬৩১ জন। ওই বৃত্তি পরীক্ষা ২০০৭ সাল থেকে প্রতি বছরের ন্যায় পালিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বৃত্তি কমিটির সভাপতি ও জয়নগর বাজার হাজী গনি বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলু মিয়া, সদস্য সচিব আশিক নূর মাস্টার, পরিচালনা কমিটির সভাপতি বদিউজ্জামান, কামরুল ইসলাম প্রমুখ।