শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: ক্বওমি মাদরাসা শিক্ষবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)’ মহাসচিব মরহুম আল্লামা আব্দুল জব্বার আহমদাবাদীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ‘আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ’ শিক্ষাবোর্ডের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুম মাওলানার কর্মময় জীবনের নানা গৌরবোজ্জ্বল ইতিহাসের অবিস্মরণীয় দিক নিয়ে আলোচনা করে বলেন, তাঁর ইন্তেকালে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনদিন পূরণ হবেনা। আমরা আল্লাহর দরবারে তাঁর জন্য বেহেশতের সুউচ্চ আসন কামনা করি। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বিবৃতিদাতারা হলেন ‘আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ’ বোর্ডের নির্বাহী সভাপতি আল্লামা শায়খ যিয়া উদ্দিন, সহকারি মহাসচিব প্রিন্সিপাল শায়খ মাওলানা আব্দুল বছির, প্রকাশনা সম্পাদক মাওলানা এনামুল হক, সিলেট জেলা সেক্রেটারি মাওলানা ইউসুফ খাদিমানী প্রমুখ।