শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের লছিমপুর গ্রামে মালিকানাধীন বাড়ি রকম ভূমি দখলে নিয়ে ফুট ব্রিজ নির্মাণের পাঁয়তারা করছেন জনৈক ঠিকাদার হাজী মকুল মিয়া। বাড়ির মালিক গ্রামের মৃত হর কিশোর দাসের ছেলে অরবিন্দু দাস ও কানু রঞ্জন এবং মৃত রসময় দাসের ছেলে রসনা দাস ও রাসেল দাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবরে রোববার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগকারিরা জানান, গ্রামের কিছু সংখ্যক কুচক্রী লোকের যোগসাজেশে ঠিকাদার ও সংশ্লিষ্টরা ব্যবসায়িক লাভবান হওয়ার হীন স্বার্থে সরকারের যথাযথ স্থান নির্ধারণ না করে জোরপূর্বক মালিকানা ভূমিতে ফুট ব্রিজ নির্মাণের কাজ শুরু করে। জানা গেছে, সরকার গ্রামের সর্বসাধারণের চলাচলের সুবিধার্থে দিরাই-শ্যামারচর রাস্তা হতে লছিমপুর গ্রামস্থ সরকারী রাস্তায় সংযোগের জন্য প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে একটি ফুট ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে কাজটি হাতিয়ে নেন ঠিকাদার মুকুল মিয়া। সরেজমিন ব্রিজ নির্মাণের সঠিক স্থান পরিদর্শন পূর্বক নির্মাণ কাজ শুরু করার দাবি জানান অভিযোগকারিরা। ঠিকাদার হাজী মকুল মিয়া এসব অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, গ্রামবাসিদের অনুমতিক্রমে যথাযথভাবে কার্যাদেশ পেয়ে আমি কাজ শুরু করেছি।