বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সন্ধ্যা সাতটার পর বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ, তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং বঙ্গভবনের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। প্রায় এক ঘণ্টা প্রধানমন্ত্রী বঙ্গভবনে অবস্থান করেন। রাত পৌনে আটটার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন। রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহমুদুল হাছান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সাম্প্রতিক হাঙ্গেরি সফর সম্পর্কে অবহিত করতে রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অন্যান্য বিষয় সম্পর্কেও আলোচনা করেন। সাধারণত দেশের বাইরে কোথাও সফরে গেলে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। গত ২৭ নভেম্বর তিন দিনের সফরে হাঙ্গেরি যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি পানি সম্মেলনে যোগ দেন। সফরকালে তিনটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তিও সই হয়। সফর শেষে গত বুধবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। হাঙ্গেরি সফর নিয়ে গতকাল গণভবনে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা।-ঢাকাটাইমস