বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ থেকে: সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইয়ূথ ইউনিটের উদ্যোগে আলোচনাসভা ও ঝুঁড়ি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ ডিগ্রি কলেজে ওই সভা অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইয়ূথ ইউনিটের কো-অডিনেটর জাহাঙ্গির আলমের সভাপতিত্বে ও যুগ্ম কো-অডিনেটর রাহুল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুল কাদির, রফিকুজ্জামান, মীর মোশারফ হোসেন, শহীদুল ইসলাম, আবু তৌহিদ জুয়েল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইয়ূথ ইউনিটের কোষাধ্যক্ষ স্বর্ণা দে, তামিম আহমেদ চৌধুরী, তাহেরা বেগম, শাখি, শারমিন বেগম, কবিতা বেগম, সামাদ, রফিকুল ইসলাম, লাকী আক্তার প্রমুখ। আলোচনাসভা শেষে ডিগ্রি কলেজের প্রতিটি কক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য ইয়ূথদের উদ্যোগে কলেজ কর্তৃপক্ষের অর্থায়নে ঝুঁড়ি স্থাপন করা হয়।