শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও তার পরিবারকে নিয়ে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান তালুকদারের দেয়া যে বক্তব্য কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, তা আদৌ সত্য নয় বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান। শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সম্মেলনে তিনি আরো উল্লেখ করেন, দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন সম্পূর্ণ গণতান্ত্রিক ও গঠনতান্ত্রিকভাবে দল পরিচালিত হয়ে আসছে। যারা বিভিন্ন সময় দল ত্যাগ করে আওয়ামীলীগে যোগদান করেছেন, তারা তাদের ব্যক্তিগত কারণেই বিএনপি ত্যাগ করেছেন। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ‘গত ৮ ডিসেম্বর বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদে দিরাই উপজেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান তালুকদারের বক্তব্য না নিয়ে সাংবাদিক তার নিজের মনগড়া বক্তব্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে যে মিথ্যা-বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে, তা একজন বিবেকবান মানুষ হিসেবে কাম্য নয়। তাই এ ধরণের সংবাদ পরিবেশন করা থেকে ভবিষ্যতে বিরত থাকতে আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং সাথে সাথে এ ধরণের সংবাদ পরিবেশন করার জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
এদিকে ৯ ডিসেম্বর দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান তালুকদারের স্বাক্ষরিত ‘প্রকাশিত সংবাদ প্রসঙ্গে’ শিরোনামের প্রতিবাদ লিপিতে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও তার পরিবার ও দলের বিরুদ্ধে যে বক্তব্য দেয়া হয়েছে, তা আদৌ আমার নয় বলে উল্লেখ করেছেন। দল পরিবর্তন করা বা যোগদান করা আমার ব্যক্তিগত বিষয় উল্লেখ করে এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।’
উল্লেখ্য, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান তালুকদারের দলবদল বা ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও তার পরিবার ও দলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, তাতে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান তালুকদার সেখানে উপস্থিত ছিলেন না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন চৌধুরী ও কামরুল ইসলাম প্রমুখ।