বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: আসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নূরুল হুদা মুকুটের নির্বাচনী প্রচারণায় অংশ নেন সুনামগঞ্জের পৌরসভার মেয়রসহ সদরের ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। রোববার দুপুরে জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাদের সাথে মতবিনিময় করা হয়েছে। মুকুটের নির্বাচনী প্রচারনায় অংশ নেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব বখত জগলুল, সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল হক, লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, মোল্লাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নূরুল হক, রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান মকসুদ আলী, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সাত্তার। পরে বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান অসীম তালুকদারের সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুল হান্নানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, বেহেলীর সাবেক চেয়ারম্যান ও বেহেলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্মাল্য কান্তি রায় (সসীম), উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম পারভেজ, সুনামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, স্থানীয় আওয়ামীলীগ নেতা মাসুম আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন প্রমুখ।