বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যানপ্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন বলেছেন, যদি নির্বাচিত হতে পারি, তাহলে সুনামগঞ্জকে নান্দনিক সুনামগঞ্জে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। চেয়ারম্যান-মেম্বাররা যে সম্মানীভাতা পান তা অত্যান্ত অপ্রতুল, চেয়ারম্যান মেম্বারদের সম্মানীভাতা সম্মানজনক করতে যা করণীয় তাই করবো। অবহেলিত এ ভাটির জনপদে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামীলীগের প্রার্থী করেছেন। ১৯৭৫-এ জাতির পিতাকে নির্মমভাবে হত্যাকরার পর সুনামগঞ্জে আমার বাবা রইছ উদ্দিন আহমেদ, আব্দুজ জহুরসহ আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দকে খন্দকার মুস্তাকের দোসররা গ্রেফতার করে যখন নির্মম নির্যাতন করছিলো, সেদিন সুনামগঞ্জে যারা মিষ্টি বিতরণ করেছিলো তারাই আজ কালো টাকার পাহাড় নিয়ে আওয়ামীলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সোমবার দিরাই পৌরসভা, সরমঙ্গল, তাড়ল ও কুলঞ্জ ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, জেলা কৃষকলীগের সভাপতি করুণা সিন্ধু বাবুল, জেলা আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি সিরাজ-উদ-দৌলা তালুকদার, সদস্য প্রার্থী এডভোকেট সোহেল আহমদ, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, শেখুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ও সংরক্ষিত নারী আসনের প্রার্থী রাজরাণী চক্রবর্তী, যুবলীগ নেতা লালন মিয়া, হাজী মুকুল, সারোয়ার আহমেদ, মোহন চৌধুরী, রায়হান মিয়া, ময়না মিয়া, ছাত্রলীগ নেতা সায়েল চৌধুরী, উজ্জ্বল মিয়া, রাজীব রায়, উজ্জ্বল চৌধুরী, মান্না তালুকদার লিমন প্রমুখ।