বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: বন্দর নগরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ-সমর্থিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাখাওয়াত হোসেনকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন। এই নিয়ে তিনি পর পর দু’বার নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হলেন। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বেসরকারি ফলাফল ঘোষিত হয়। কর্মকর্তারা বলছেন, ১৭৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আইভী পেয়েছেন মোট ১,৭৫,৬১১ ভোট। অন্যদিকে শাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬,০৪৪ ভোট।