বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
জামালগঞ্জে বই উৎসব ও শিশুবরণ উদযাপন

জামালগঞ্জে বই উৎসব ও শিশুবরণ উদযাপন

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জের সকল প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব ও শিশুবরণ করা হয়েছে। রোববার সকালে সিরাজুল ইসলাম শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল আলম ভূঁইয়া। এ সময় সহকারি শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপিকা রাণী দে, সিনিয়র শিক্ষিকা ইউকে সিদ্দিকা হাওয়া, সাংবাদিক আব্দুল আহাদ, অনিমেশ তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আজমল হোসেন, রুমানা আক্তার ডলি, নুহেদা মুজিব, সহকারী শিক্ষিকা মাধবী রায় চৌধুরী, নিপা রানী দাসসহ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ। কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের পক্ষ থেকে আকবর হোসেন নতুন বইয়ের পাশাপাশি ৩০ জন শিক্ষার্থীর হাতে জ্যামিতি বক্স, খাতা-কলম, পেন্সিলসহ অন্যান্য শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অপরদিকে দুপুর ১২টায় জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়গুলোর বই উৎসবের ঘোষণা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। এ সময় একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত, প্রধান শিক্ষক লুৎফুর রহমানসহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টায় জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুপুর ২টায় সাচনা রামপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় গুলোতে স্ব স্ব উদ্যোগে বই বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com