শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: দিরাইয়ে উপজেলা সুপার ক্রিকেটলীগে ডিএসসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাকিতপুর সানরাইজ স্পোর্টিং ক্লাব। দিরাই উপজেলার সবকটি ক্রিকেট দলের সমন্নয়ে আয়োজিত মাসব্যাপি চলা সুপার ক্রিকেটলীগে শনিবার দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ডিএসসিকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেটে ২শ ১ রান সংগ্রহ করে ডিএসএস। জবাবে দুই ওভার হাতে রেখেই ৪ উইকেটে ২শ ২ রান করে জয় নিশ্চিত করে সানরাইজ সেম্পার্টিং ক্লাব সাকিতপুর। দলের পক্ষে ১শ ২২ রান সংগ্রহ করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সানরাইজের আনহার মিয়া। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট লাভ করেন সানরাইজ স্পোর্টিং ক্লাবের জুবায়ের সরদার। এ ক্রিকেটলীগে উপজেলার ১৪টি দল অংশ গ্রহণ করে।