সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
মো. মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ ডিগ্রি কলেজ শহীদ মিনার বিহীন। গত বুধবার বিকেলে জামালগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের পক্ষে জামালগঞ্জ ইয়ূূথ লিডাদের শহীদ মিনার নির্মাণ করার জন্য কলেজ কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। কলেজ সূত্রে জানা যায়, অত্র ডিগ্রি কলেজে স্টাফ ৪০ জন, এছাড়া একাদশ, দ্বাদশ, বিএ, বিএসএস, বিকম, অনার্স চালু রয়েছে, এতে প্রায় ২ হাজার ৫শত শিক্ষার্থী রয়েছে। কিন্তু ভাষা শহীদের স্মরণে আজও নির্মিত হয়নি শহীদ মিনার। জামালগঞ্জ উপজেলার একমাত্র বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হলো জামালগঞ্জ ডিগ্রি কলেজ। জামালগঞ্জ হ্যালিপ্যাড মাঠ সংলগ্ন অত্যন্ত মনোরম পরিবেশে কলেজটির অবস্থান। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় এ কলেজটি। প্রতিষ্ঠাকাল থেকেই কলেজটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ফলাফল ভালো, কোন বছরই ফলাফল শূণ্য হয়নি। তবে প্রতিষ্ঠার পর থেকেই এই কলেজটিতে বাঙ্গালির জন্মের স্মারক শহীদ মিনার নেই! এতে দেশপ্রেমিক জনতা বিশেষ করে কলেজের শিক্ষার্থীরা মর্মাহত। প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ কলেজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। থেমে নেই জামালগঞ্জ ডিগ্রি কলেজের অগ্রযাত্রা। তবে বর্তমানে কলেজটি নানা সমস্যায় হাবুডুবু খাচ্ছে। কিছুদিন আগে যদিও সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন কর্তৃক কলেজের বিল্ডিং ও হোস্টেল নির্মাণ করা হয়। ১৯৫২ সালে সংগঠিত ভাষা আন্দোলনে ভাষা শহীদদের সম্মানে জামালগঞ্জ ডিগ্রি কলেজে নেই কোনো শহীদ মিনার। এই পর্যন্ত অনেক নেতারা কলেজে এসে ঘোষণা দিলেও অদ্যাবধি শহীদ মিনার স্থাপিত হয়নি। সরকারি-বেসরকারি মাধ্যমে বিভিন্ন সময় শহীদ মিনার নির্মাণের আশ্বাস থাকলেও কাজ এখনো হয়নি। তাই যথাযথ কর্তৃপক্ষের নিকট জোড়ালো দাবি জামালগঞ্জ ডিগ্রি কলেজে অনতিবিলম্বে একটি শহীদ মিনার স্থাপন করা হউক। শহীদ মিনার স্থাপন করার জন্য ডিগ্রি কলেজের ইয়ূথরা জোর দাবি জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, প্রভাষক কামরুল ইসলাম তালুকদার (সবুজ), দেবী রানী দাস, আব্দুল করিম, মনোব্রত চক্রবর্তী, আব্দুস সামাদ, আবু নাদিম, কলেজের ছাত্রছাত্রীদের পক্ষে ইয়ূথ লিডার তামিম রহমান চৌধুরী, স্বর্ণা দে, আব্দুস সামাদ, কবিতা তালুকদার, দিপাঞ্জয় তালুকদার, ফাতেমা আক্তার রিংকু, লাকাব উদ্দিন, খোকন মিয়া, সুরজিৎ, প্রান্ত বিশ্বাস প্রমুখ।