শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি:
দিরাইয়ে অটোটেম্পু, অটোরিকসা, বেবি টেকসি শ্রমিক ইউনিয়ন রেজি নং-চট্ট মেট্টো-১৬৯৩/৯৩-এর অন্তর্ভূক্ত উপ-পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিরাই পৌরসদরের বাসস্টেশনে সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে ও শ্রমিক নেতা দেলোয়ার হোসেন দুলালের পরিচালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি পৌর কাউন্সিলর সবুজ মিয়া। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ তুহিন, শ্রমিক নেতা রেনু মিয়া, কল্যাণ দাস, আনোয়ার হোসেন, তাহের মিয়া, বাপ্পু মিয়া, মুকিত মিয়া প্রমুখ। সভায় দিরাই থেকে ৪টি রোডে পরিচালিত গাড়ির শ্রমিকরা অংশ গ্রহণ করেন।