মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দিরাইয়ে শতবর্ষী মোছাঃ আলিফজান বিবি (১১০) নামে বয়োবৃদ্ধা একজন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দিরাই পৌরসভার সুজানগর গ্রামের মৃত শরাফত উল্লাহর স্ত্রী। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ধারণা করা হচ্ছে, তিনি এ সময়ের সবচেয়ে বেশি বয়সের ছিলেন। তার ইন্তেকালে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সোমবার বেলা ৩টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।