সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত বিদ্যালয়ের হল রুমে ১ম শ্রেণি থেকে ৮ম শ্রেণির ছাত্র/ছাত্রীদের মাঝে নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ৮ম শ্রেণির ছাত্রী মোছাঃ রুজি বেগম। অন্যান্য ছাত্রীদের মাঝে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করে মোছাঃ ফারজানা আক্তার, উপনন্দ বিশ্বাস, আকলিমা আক্তার, মোঃ শায়খুল ইসলাম, মাহবুবা রহমান ফেরদৌসী, মুছলিমা, রাশেদ মিয়া, তাওহিদা বেগম, জান্নাতুল ফেরদৌসী ইতি, অদিয়া আক্তার মিলি, রুমান মিয়া, খুদেজা আক্তার, সাদিয়া আক্তার, সুমাইয়া বেগম, রুকন প্রমুখ।
স্টুডেন্টস কাউন্সিলে ২৮৫ ভোটের মধ্যে ৭টি পদে, ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণির ছাত্র/ছাত্রীদের মাঝে মোট ২০ জন প্রার্থী ছিলেন, তন্মধ্যে ১৩ জন বিজয়ী হয়েছেন। বিজীরা হলেন ৮ম শ্রেণির ছাত্র মোঃ মোমিনুল হক হৃদয়, ছাত্রী মাহমুদা ইয়াছমিন, ৭ম শ্রেণির ছাত্রী চৈতি দেব, হনুফা আক্তার, ছাত্র মোঃ সাইদুল ইসলাম, ৬ষ্ট শ্রেণির ছাত্র মোঃ ফখরুল ইসলাম, ছাত্রী মোছাঃ জান্নাতুল ফেরদৌসী কলি, ৫ম শ্রেণির ছাত্রী সুবর্ণা আক্তার তানজিনা, ৪র্থ শ্রেণির ছাত্রী মোছাঃ মিলি আক্তার, ছাত্র মোঃ আসিক আল মাসুদ মাহিন, ৩য় শ্রেণির ছাত্রী মোছাঃ নাইমা আক্তার রিয়া, ছাত্র রিয়াজ উদ্দিন জুয়েল। স্টুডেন্টস কাউন্সিল চলাকালে পরিদর্শন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবির ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা। এ সময় উপস্থিত ছিলেন একটি বাড়ি একটি খামার ব্যাবস্থাপক নীতিশ বর্মণ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার ওহী আলম রেজা, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা চক্রবর্তীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
অপরদিকে উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও স্টুডেন্টস কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ সিনহার সাথে আলাপকালে এ প্রতিবেদককে জানান, স্টুডেন্টস কাউন্সিলে যারা বিজয়ী হয়েছে, পরবর্তীতে তাদের পদগুলি শিক্ষক ও শিক্ষিকাগণ বণ্ঠন করে দেবেন।