মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
মোফাজ্জাল হোসেন, ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে এক জেলের লাশ উদ্ধার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। শনিবার সকালে গজারিয়া বাজারের দক্ষিণ পাশে সুরমা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। জামালগঞ্জ থানার এসআই রজব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে নদী থেকে লাশ উদ্ধার করেন। জানা যায়, উপজেলার ফেনারবাক ইউনিয়নের গজারিয়া গ্রামের পশ্চিমপাড়ার জনাব আলীর ছেলে সাজিদুল হক (৪০) বুধবার বিকেলে সুরমা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। শনিবার সকালে তার লাশ ভেসে উঠে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘঠনাস্থল থেকে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেন।