মশার প্রজনন কেন্দ্র হিসেবে এসব পুকুর বা কচুরিপনাকে দায়ি করা হয়। অথচ বছরের পর বছর ধরে এসব কচুনিপনা অক্ষত অবস্থায় রয়েছে। কোন ধরণের পরিষ্কার বা মশা নিধনের কার্যকর কোন পদক্ষেপ আজও দেখা যায় নি। মশার জ্বালায় পৌরবাসি অতিষ্ঠ হলেও কর্তৃপক্ষের কোন দায় নেই মনে হয়। ছবিটি দিরাই পৌরসভাস্থ দোওজ (পৌরসভার) রাস্তার পাশ থেকে তুলেছেন সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার।