বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নতুন তারিখ ১৮ সেপ্টেম্বর

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নতুন তারিখ ১৮ সেপ্টেম্বর

আমার সুরমা ডটকম : দুই বার তারিখ পরিবর্তনের পর আগামী ১৮ সেপ্টেম্বর ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নতুন তারিখ ধার্য করা হয়েছে। গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রী মোহাম্মদ নাসিম-এর সভাপতিত্বে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ১৩ আগস্ট আরিখে মন্ত্রণালয়ের এক সভায় ২ অক্টোবর পরীক্ষার তারিখ নির্ধারিত হলেও ঈদের কারণে তা পরিবর্তন করে ১৮ সেপ্টেম্বরে পিছিয়ে আনা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, ঈদুল আজহার কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর ঈদুল আজহার সম্ভাব্য তারিখ। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের ছুটিতে থাকবে। ফলে ২ অক্টোবর ঈদের মাত্র এক সপ্তাহের মাথায় পরীক্ষার সামগ্রীক প্রস্তুতি বাধাগ্রস্থ হতে পারে। এমনকি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সমস্যা হতে পারে। সেই বিবেচনায় পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে ১৮ সেপ্টেম্বর এমবিবিএস ও বিডিএস পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে তিন হাজার ১৬২টি আসন এবং ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩২৫টি আসন রয়েছে। এছাড়া ৯টি সরকারি ডেন্টাল কলেজ ও  মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৩২টি ও ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com