বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:২৯ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: ছাতকে ৩৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন গ্রাম থেকে এসব ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়। গোপন সংবাদদের ভিত্তি জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শওকত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বড়কাপন গ্রাম সংলগ্ন বোকা নদীর তীর থেকে একটি বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৩৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করতে সক্ষম হয়।