বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
আবদুর রহমান জামী, শান্তিগঞ্জ প্রতিনিধি:
ঐতিহ্যবাহী ভমভমি বাজার বিভিন্ন অঞ্চলে সুপরিচিত হয়ে উঠেছে গরু-ছাগল ক্রয়বিক্রয়ের জন্য। বাজারটি শান্তিগঞ্জ ও ছাতক উপজেলার মিলনস্থলে অবস্থিত। আগামী শুক্রবার (১৬ মে) উদ্বোধন হবে বছরের প্রথম গরু-ছাগলের হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে আসেন বিক্রেতারা। বহু জায়গার ক্রেতারা আসেন এই বাজারে গরু কিনতে। ক্রেতাদের পছন্দসই গরু নিয়ে প্রতি শুক্র ও সোমবার এই বাজারে বসেন গরু বিক্রেতারা। প্রতি হাটবারে অনেক গরু-ছাগল আসে বাজারে। প্রতি কোরবানির ঈদের সময় এই বাজারে ক্রেতা বিক্রেতাদের ঢল নামে বলেও জানান বাজার পরিচালনা কমিটি।
পরিচালনা কমিটির সভাপতি শাহীন আহমদ তালুকদার বলেন, অন্য বছরে কোরবানির ঈদে হাট বসলেও চলতি বছর থেকে নিয়মিত প্রতি শুক্র ও সোমবারে গরু-ছাগলের হাট বসবে।