বুধবার, ০২ Jul ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউ.কে জমিয়তের সহ-সভাপতি জননেতা মাওলানা হাফিজ সৈয়দ তামীম আহমদের নাম প্রস্তাব করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা।
২৯ জুন রোববার বিকাল ৪ ঘটিকায় জগন্নাথপুর উপজেলাস্থ জমিয়ত কার্যালয়ে উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ গুরুত্বপূর্ণ মতবিনিময় বৈঠক উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় বৈঠকে উপজেলা জমিয়তের দায়িত্বশীল ইউনিয়ন প্রতিনিধি ও যুব জমিয়ত ছাত্র জমিয়তের অর্ধশত নেতাকর্মীর উপস্থিতিতে প্রায় ৯৭ শতাংশ নেতাকর্মী সম্মিলিতভাবে মাওলানা হাফিজ সৈয়দ তামীম আহমদের নাম প্রস্তাব করেন।
উপজেলার শীর্ষস্থানীয় মুরব্বিদের পরামর্শ এবং তৃণমূল কর্মীদের ব্যাপক মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে মাওলানা সৈয়দ তামীম আহমদকে প্রার্থী হিসেবে তালিকায় প্রথমেই রাখা হয়েছে। উল্লেখ্য তিনি গত এপ্রিল ও মে মাসে দেশে অবস্থান করে দুই উপজেলা জগন্নাথপুর-শান্তিগঞ্জের প্রতিটি ইউনিয়নে সফর করেন, ব্যাপকভাবে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সাথে সৌজন্যে বৈঠক, মতবিনিময়, গণসংযোগ প্রেস ব্রিফিং করে নির্বাচনী মাঠকে তাঁর পক্ষে প্রশস্ত করে গেছেন এবং তৃণমূল নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। নির্বাচনী মাঠে কাজ করেছেন বিদায় তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা প্রার্থী হিসেবে তাঁর বিকল্প নেই।
বৈঠকে নেতৃবৃন্দ সুনামগঞ্জ-৩ আসনের সঙ্গে জমিয়তের শক্ত অবস্থান ঐতিহ্যের এবং স্বাধীনতা পরবর্তী সময়ে অনুষ্ঠিত প্রায় প্রতিটি জাতীয় নির্বাচনে এই আসনে জমিয়তের একাধিক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে লড়াই করেছেন, বিজয়ী ও হয়েছেন। তাই দলকে ঐতিহ্যগতভাবে টিকিয়ে রাখতে জমিয়তের অবস্থানকে আরও শক্ত করে তুলতে এই আসনে মাওলানা সৈয়দ তামীম আহমদকে নিয়ে নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
বৈঠকে আলোচনা সাপেক্ষে বিকল্প আরও দুজন প্রার্থীর প্রস্তাব করেন আংশিক নেতাকর্মীবৃন্দ, প্রস্তাবকৃত প্রার্থীরা হলেন সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ইউরোপ জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কামালী সিতু।