বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : পক্ষপাতিত্বের অভিযোগে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. সাদেকুল ইসলাম রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে জানান, জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে এক প্রার্থী ওসি আসাদুজ্জানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে। এ অভিযোগে পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জগন্নাথপুর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ জানান, জগন্নাথপুর থানার ওসিকে প্রত্যাহারের চিঠি বিকেলে ৫টার দিকে তার কার্যালয়ে পৌঁছেছে।