মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূণ কুমার চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে উপজেলার শহীদ মিনারের মাঠে উন্নয়ন মেলারস্থলে তৃণমূল প্রতিবন্ধী পুর্ণবাসন সংস্থার অসহায় শীতার্থ ব্যক্তিদের মধ্যে ৭০টি কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, ডাঃ মনিসর চৌধুরী, সংগঠনের জেলা সভাপতি এম তাজুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক ববিতা আক্তার, জামালগঞ্জ সভাপতি কাজী ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মাঠকর্মী আলিফা আক্তার, নাজিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।