শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:০১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের ১৪৪৬ হিজরি মুতাবেক ২০২৫ খ্রিস্টাব্দের কেন্দ্রীয় পরীক্ষার সনদ ও খামিছ জামাতের ফলাফল শুক্রবার বিকেলে অস্থায়ী কার্যালয় জেলার শান্তিগঞ্জ উপজেলার দারুল উলূম দরগাহপুর মাদরাসা মসজিদে প্রকাশ করা হয়। ইমতেহান উপ-কমিটির আহ্বায়ক ও সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সদস্য সচিব মাওলানা দিলোয়ার হোসাইন দুই জামাতের ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মাওলানা শাহনূর আহমদ, সাহিত্য সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, নির্বাহী কমিটির সদস্য মাওলানা ইলিয়াস আহমদ, দারুল উলূম মহিলা মাদরাসা দরগাহপুরের পরিচালক মাওলানা উসামা ইসলাম খান প্রমুখ।
প্রকাশিত ফলাফল সূত্রে জানা যায়, এ বছর সনদ জামাতে মোট পরীক্ষার্থী ছিল ৩০৮ জন, এরমধ্যে প্রথম বিভাগ পেয়েছে ১৪৯ জন, দ্বিতীয় বিভাগ ৭১ জন, তৃতীয় বিভাগ ৩৭ জন, মোট কৃতকার্য ২৭০ জন, মুমতাজ (এ প্লাস) ১৪ জন, পাসের হার ৯০ শতাংশ। বোর্ডের সনদ জামাতে প্রথম স্থান অধিকার হরেছে হলিমপুর ইসলামিয়া হাফিযিয়া মাদরাসার শিক্ষার্থী রিমা আক্তার, দ্বিতীয় স্থান পেয়েছে দারুল উলূম দরগাহপুর মাদরাসার রেজাউল করিম সাহাবী, তৃতীয় স্থান পেয়েছে অষ্টগ্রাম কলকতখাঁ মাদরাসার ফাতেহা আক্তার মিলহা।
জামাতে খামিছে মোট পরীক্ষার্থী ছিল ৬১৩ জন, এরমধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৬১ জন, দ্বিতীয় বিভাগে ১৩৭ জন, তৃতীয় বিভাগে ৩২ জন, মোট কৃতকার্য ৫১৫ জন, মুমতাজ (এ প্লাস) পেয়েছে ৮৫ জন, পাসের হার ৮৮ দশমিক ৭৯ শতাংশ। বোর্ডের খামিছ জামাতে প্রথম স্থান অধিকার করেছে অষ্টগ্রাম কলকতখাঁ মাদরাসার শিক্ষার্থী মাহফুজ আহমদ মুজ্জাম্মিল, দ্বিতীয় স্থান পেয়েছে বড়মোহা মাদরাসার আবুল খয়ের ও তৃতীয় স্থান পেয়েছে সাতগাঁও জামেয়া ইসলামিয়া বাগুয়ার তায়্যিবা আক্তার।
আনজুমানে তাহাফফুজে দ্বীনের ক্বিরাআতের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলের পিডিএফ লিংক
https://drive.google.com/drive/folders/1G4goMYfmO02DyHoNC82GwnfE7IJfczqW?usp=sharing