বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: আগামী ২১/১০/২০১৭ ইং সুনামগন্জ জেলা পরিষদের চেয়ারম্যন-এর সংবর্ধনা দিতে যাচ্ছে যুবলীগ, আর এই সংবর্ধনাকে সামনে রেখে ছাত্রলীগ এক আনন্দ মিছিল করে সারা জগদল গ্রাম ও বাজার প্রদক্ষীন করে। এ সময় উপস্হিত ছিলেন দিরাই উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা রিগান আহমদ, ছাত্রলীগ নেতা তৌকির আহমদ, জাক্কান আহমদ, রেজাউল, পাবেল, আনিসুল হক ইমন, নৈশেদ, তাহমিদ নুর, সজিব, সৈকত, ইমন, আবু হেনা, রাফিসহ অনেকে। মিছিল শেষে আলোচনা সভা অনুষ্টিত হয় আগামী ২১ তারিখের সংবর্ধনা যাতে সফল করা যায় সেই চেষ্টা করতে সবার প্রতি অনুরুদ করা হয়।