বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
মাহমুদুলহক স্বপন, জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের একটি হাওর রয়েছে তার নাম কালধর সাওদেরকোণা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জানা যায়, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের পাশের হাওরটি এখনও পানির নিচে না গেলেও সেটি রয়েছে প্রচণ্ড ঝুঁকিতে। এ হাওওে প্রায় ৫০ হাল জমি রয়েছে, বর্তমানে সেটি ঝুঁকিপূর্ণ থাকায় এটি রক্ষার্থে সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা চেয়েছেন ওয়ার্ড মেম্বার শাহাবউদ্দিন। তিনি বলেন, আমাদের হাওর রক্ষার জন্য নগদ অনুদান দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা ও ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ। এছাড়া হাওর রক্ষার জন্য দিনরাতে কাজ কর যাচ্ছেন কালধর গ্রামবাসি।