শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরসভার চণ্ডিপুর গ্রামের প্রবীণ আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা খলিল উদ্দিন (৮০) শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন৷ তার নামাযে জানাযা বেলা ২টায় চণ্ডিপুর গ্রামের বড় মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন তারই পীর দরগাহপুর মাদরাসার মুহতামিম আল্লামা নূরুল ইসলাম খান। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।