সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে বিভিন্ন সময়ে উপজেলা শাখার দায়িত্ব পালনকারী সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদেরকে মঙ্গলবার বিকেলে দিরাই পৌরসভার কলেজরোডস্থ দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা প্রদান করা হয়। শাখার সভাপতি মাওলানা আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল শায়খ মাওলানা আব্দুল বছির। শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাব্বির আহমদ ও জাবির আহমদের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, ছাত্র জমিয়ত দিরাই উপজেলা শাখার সাবেক সভাপতি ও সংবর্ধিত অতিথি মাওলানা আব্দুল কাহার, ছাত্র জমিয়ত দিরাই উপজেলা শাখার সাবেক সভাপতি ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক সংবর্ধিত অতিথি মাওলানা মুহিউদ্দিন ক্বাসিমী, ছাত্র জমিয়ত দিরাই উপজেলা ও সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সংবর্ধিত অতিথি হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, ছাত্র জমিয়ত দিরাই উপজেলা শাখার সাবেক সভাপতি সংবর্ধিত অতিথি মাওলানা ইলিয়াছ আহমদ, ছাত্র জমিয়ত দিরাই উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সংবর্ধিত অতিথি মাওলানা মাছুম আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাটিপাড়া ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা জুবায়ের খান মাফিক, মাওলানা এমদাদুল হক আরকান, এনামুল হক, উবায়দুল হক চৌধুরী, মাওলানা মোহাম্মদ মিয়া, মাওলানা জুনাইদ আহমদ চৌধুরী, আব্দুল্লাহ রাজন, হাফিজ জিয়াউল করিম ও গোলাম রব্বানী প্রমুখ।