বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বহুল প্রচারিত দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার ২য় বছর পূর্তি ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে জামালগঞ্জে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জামালগঞ্জ উপজেলায় র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান চৌধুরী। জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার ও জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ। সুনামকণ্ঠের ভ্রাম্যমান প্রতিনিধি সাইফ উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভূঁইয়া, উপজেলা মহিলা পরিষদ সভাপতি শেখ আয়শা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী পঙ্কজ পাল চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, সাংবাদিক ফোরাম সভাপতি ওয়ালী উল্লাহ সরকার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক জিয়াউর রহমান, প্রেসক্লাব কোষাধ্যক্ষ আখতারুজ্জামান তালুকদার, সদস্য বাদল কৃষ্ণ দাস, ফেনারবাক ইউপি সচিব অজিত কুমার রায়, ইউপি সদস্য আলী আক্কাস মুরাদ, ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা, জামালগঞ্জ উপজেলা সংবাদপত্র পরিবেশক আমির হোসেন আমু প্রমুখ। বক্তারা বলেন, পত্রিকা হচ্ছে জাতীর দর্পণ। আয়নায় যেভাবে মানুষ কার নিজের চেহারা দেখতে পান, ঠিক সেভাবেই আমরা দেশের সমস্ত চিত্র দেখতে পাই। যারা পত্রিকায় কাজ করেন তাদেরকে আমরা বলি জাতির বিবেক। বিবেকবান ব্যক্তিরা তাদের সুনিপুন বিবেক দিয়ে, দেশ ও জাতির জন্য মমত্ববোধ নিয়ে কাজ করে তারা স্মরণীয় হয়ে থাকবেন। বক্তারা আরো বলেন, সুনামকণ্ঠ পত্রিকা জেলার একটি সমাদৃত ও গ্রহণযোগ্য পত্রিকা। আগামী দিনে এই পত্রিকাটি সুনামগঞ্জের সুনাম বয়ে আনবে।