সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
কেন্দ্রীয় নেতাদের দ্বন্দ্বের কারণে মনোনয়ন দাখিল করেও নির্বাচন করার স্বপ্ন ভেঙ্গে গেছে গণতন্ত্রী পার্টির মনোনীন প্রার্থীদের। তাদের সাথে স্বপ্ন ভঙ্গ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়ন দাখিল করা গণতন্ত্রী পার্টির সিলেট জেলা শাখার সহ-সভাপতি ও দিরাই উপজেলার সভাপতি, দিরাই সরকারি ডিগ্রি কলেজ ও সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মিহির রঞ্জন দাসের। নির্বাচন কমিশনের একটি চিঠির কারণেই তার এ স্বপ্ন ভঙ্গ বলে জানান তিনি।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মিহির রঞ্জন দাস বলেন, আমরা মোটেই জানতাম না যে, কেন্দ্রীয় নেতাদের মধ্যে কমিটি নিয়ে অর্ন্তদ্বন্দ্ব রয়েছে। তবে নির্বাচন কমিশনের চিঠির ব্যাপারে এখন কেন্দ্রীয় নেতারা তৎপর হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, তারা আমাদেরকে আশ্বস্ত করছেন নির্বাচন করার বিষয়ে। যদি একান্তই সমাধান না হয়, তবে আর কিছু করার নেই বলেও তিনি হতাশা ব্যক্ত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির কোন অনুমোদন নেই। কমিশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে দুটি কমিটি জমা দিয়েছেন অনুমোদনের জন্য। ফলে কমিশন আপাতত কাউকেই অনুমোদন না দেয়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তারা আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানা গেছে।