বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ (সুনামগঞ্জ): ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও ডিবি পুলিশ যৌথভাবে জেলা শহরের ওয়েজখালী এলাকায় অভিযান চালিয়ে ৭১১ জোড়া ভারতীয় স্যান্ডেল ও ১টি পিকআপ গাড়িসহ ১ জনকে আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে ১২ লাখ ১৩ হাজার ৩শত টাকা। সোমবার ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর সদস্যরা এবং ডিবি পুলিশ যৌথভাবে ওয়াজখালী পুলিশ চেক পোস্টে অভিযান চালিয়ে ৭১১ জোড়া ভারতীয় স্যান্ডেল ও ১টি পিকআপ গাড়ি আটক করে। এ সময় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা মোঃ আব্দুল আলিম (৩৪) নামে একজনকে আটক করে। সে সুনামগঞ্জ পৌর এলাকার ইকবালনগর গ্রামের মৃত রহিম খানের ছেলে। আটককৃত ব্যক্তিকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরণের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরণের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।