সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম :
সিলেটের বহুল আলোচিত সামিউল আলম রাজনের ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন দিরাই উপজেলা শাখা। গতকাল শুক্রবার বেলা ২টায় দিরাই পৌর শহরের থানা রোডের গোল চত্ত্বরে ঘণ্টাব্যাপি মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কমিশনের সভাপতি জুবের সরদার দিগন্তের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মাওলানা সুজাত আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্রনেতা জুনেদ আহমদ, দৈনিক ইনকিলাব দিরাই উপজেলা সংবাদদাতা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সজিব রশিদ চৌধুরী, কমিশনের সাধারণ সম্পাদক সোয়েব আহমদ চৌধুরী প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন জুয়েল সরদার, রুবেল আহমদ, হাফিজ মাওলানা শাব্বির আহমদ, সহিদুর রহমান, আব্দুল বাছিত ফুল মিয়া, মান্না, ফখরুল আলম, কামরুল ইসলাম, স্বপন মিয়া, দীলিপ দত্ত, রুকনুজ্জামান, লিটন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, পুণ্যভূমি শাহজলাল ও শাহপরানের দেশে এর আগে এমন নির্মম হত্যাকাণ্ড কখনো ঘটেনি। এভাবে কোনো মানুষ একজন নিরপরাধ শিশুকে নিষ্ঠুরভাবে হত্যা করতে পারে, কেই কোনো দিন কল্পনা করতে পারেনি। পুলিশের কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, তাদের কাজ হলো মানুষের সেবা করা, কিন্তু পুলিশরা যেভাবে ঘাতকদের বাঁচাতে সহায়তা করলো সেটা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারেনা। আমরা চাই ঘাতকদের ৯০ দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইবুনালে কোনো সাক্ষী ছাড়াই শুধুমাত্র ভিডিও ফুটেজে ধারণকৃত নারকীয় হত্যাকাণ্ডের দৃশ্য দেখে প্রকাশ্যে তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুঁলানো হোক, যা দেখে ভবিষ্যতে কেউ এ রকম ঘৃণ্য কাজ করতে সাহস না পায়।