বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম :
সিলেটের কানাইঘাট উপজেলা থেকে ১২ পাউন্ড ওজনের প্রায় ৪৬ কোটি টাকা মুল্যের সাপের বিষ, ১টি কিদেশি পিস্তল, চারটি গুলি, ১টি ম্যাগজিন ও ১টি প্রাইভেটকারসহ সাত জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃতরা হলো: সিফাতুর রহমান (৫৬), নজরুল আলম নান্নু (৫০), আবু হাছান (৬২), ড্রাইভার শহীদুল ইসলাম অনুজ (৩৪), আ. মালিক (৬০), খন্দকার আ. ওয়াহিদ (৬০), মতিলাল আচার্য্য (৬০)।
শুক্রবার বেলা ১২টার দিকে তাদের আটক করা হয়। র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।