বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সুনামগঞ্জে সুশীল পুরকায়স্থ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হতদরিদ্র শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

সুনামগঞ্জে সুশীল পুরকায়স্থ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হতদরিদ্র শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের বিশিষ্ট শিক্ষানুবিদ সুশীল পুরকায়স্থ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্থ ইউনিয়নের তিন শতাধিক হতদরিদ্র পরিবারের শিক্ষার্থী ও অসহায় পরিবারগুলোর মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার ১১টায় সুশীল পুরকায়স্থ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে স্থানীয় ব্রজেন্দ্রগঞ্জ বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বর্গীয় সুশীল পুরকায়স্থের সহধর্মিনী রথি রানী পুরকায়স্থের সভাপতিত্বে ও শিক্ষার্থী শিপলু পুরকায়স্থের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার।
এ সময় আরো বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পরিতোষ রায়, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কল্লোল চৌধুরী, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক সংবাদ প্রতিদিন ও দৈনিক সিলেটের দিনরাতের জেলা প্রতিনিধি শুভেন্দু শেখর দাস, স্বর্গীয় সুশীল পুরকায়স্থের কন্যা চরনারচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান চন্দন তালুকদার, চরনারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জলিল মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল মিয়া, পরিমল পুরকায়স্থ, চরনারচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ গোলাপ মিয়া, অনিল পুরকায়স্থ, রুপ মিয়া, মোশারফ মিয়া, শামীম মিয়া, আজিজু ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার বলেছেন, অবহেলিত ও বন্যায় ক্ষতিগ্রস্থ এই জনপদের মানুষজন বর্তমানে অর্থের অভাবে অনেকটা মানবেতর জীবন যাপন করছেন এবং তাদের ছেলে-মেয়েদের পড়াশুনা নিয়ে খুবই উদ্বিগ্ন। ঠিক এই মুহুূর্তে সুশীল পুরকায়স্থ কল্যাণ ট্রাস্ট ও তার পরিবারের পক্ষ থেকে ইউনিয়নের অসহায় তিন শতাধিক পরিবারের দরিদ্র ছেলে-মেয়েদের লেখাপড়া জন্য ও অসহায় ক্ষুধার্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদানকে সত্যি একটি মহতি উদ্যোগ বলে দাবী করেন। তিনি বলেন অসম্প্রদায়িকতার চেতনা নিয়ে সুশীল পুরকায়স্থের পরিবারের মতো যদি সমাজের বৃত্তবানরা এগিয়ে আসেন, তাহলে অবহেলিত ও শিক্ষার আলো হতে বঞ্চিত এই জনপদের মানুষজন ও একদিন তাদের ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার পাশাপাশি তাদের ভাগ্যে পরিবর্তন করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com