রবিবার, ১১ মে ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরশহরের দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ে শনিবার দুুপুরে বার্ষিক মিলাদ মাহফিল, এসএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা রুমির সঞ্চালনায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর ইকবাল, সহকারি শিক্ষক রাজিয়া বেগম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নূরুল হক, সাজ্জুল মিয়া সর্দার, এনামুল হক, পংকজ কান্তি রায়, আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদারসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।