বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
“সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই শ্লোগানকে সামনে রেখে আগামী ১০ নভেম্বর ৪৭তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ’র সভাপতিত্বে, সমবায় অফিসের পরিদর্শক একেএম জালাল উদ্দিনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, দরগাপাশা আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এএলজি জামান চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সমবায়ী মো. ফুল মিয়া, আবুল খয়ের, নুরুল হোসেন, ছাদ্দক আলী, রায়হান মিয়া, রফিক উদ্দিন, আজিজুল ইসলাম, তোফাজ্জল হোসেন, রাজ চন্দ্র বিশ্বাস, জমির হোসেন, ডালিম আহমদ প্রমূখ।