রবিবার, ০৪ মে ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গজারিয়া কানাইখালী খনন কাজ পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নদী খনন কাজ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম, জামালগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ নাজেল, যুবলীগের নেতা আল আমিন, ঠিকাদার প্রতিষ্টানের ম্যানেজার গবিন্দ সিংহ প্রমূখ।
জানা যায়, পরিচালন ব্যয় খাত ভূতপূর্ব অনুন্নয় রাজস্ব, কাজের নাম চেইনেজসহ সুনামগঞ্জ- পওর বিভাগ-১, বাপাউবো, সুনামগঞ্জ এর অধীনে ০ কি.মি. হতে ৩.৮৩০ কি.মি গজারিয়া খাল পূন: খনন কাজ। মোট ব্যয় ২ কোটি, ৯ লক্ষ, ২২ হাজার, ৩শত ৫ টাকা। কাজ শুরু ১৫ আগষ্ট ২০১৮ ইং। ঠিকাদারী প্রতিষ্টান অসিম সিংহ, জারিয়া বাজার, পূর্বধলা, নেত্রকোণা।
বাস্তবায়নকারী বিভাগ সুনামগঞ্জ পওর বিভাগ -১, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কানাইখালী সুইস গেইট হতে পাকনা হাওর পর্যন্ত নদী খনন কাজ করা হবে বলে সংশিষ্টরা জানান। এতে করে যাতায়াত ও ফসলী জমির উন্নয়ন সাধিত হবে বলে সাধারন মানুষের ধারণা।