শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জে কাবিটা স্কীম প্রনয়ন ও বাস্তবায়ন মনিটরিং (পাউবো) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে কাবিটা স্কীম প্রনয়ন ও বাস্তবায়ন মনিটরিং (পাউবো) কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহর সভাপতিত্বে, সদস্য সচিব ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফারুক আল মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দীন, পুর্ব বীরগাও বীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর কালাম, পশ্চিম বীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সদস্য দিলীপ তালুকদার, প্রভাষক নুর হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, নাজিম উদ্দীন, আজম আলী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, হাওর রক্ষা বাধ পরিদর্শন ও দ্রুতগতিতে কিভাবে কাজ শেষ করা যায়, সে জন্য পিআইসিদেরকে তাগিদ প্রদানের জন্য ব্যাপক আলোচনা করা হয় ।