বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
আনজুমানে তালিমুল কুরআন বাংলাদেশ দিরাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ক্বিরাআত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২২ মার্চ শনিবার দিরাই শহরের থানাপয়েন্টস্থ দিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা ক্বারী ইলিয়াস আহমদের সভাপতিত্বে ও মাওলানা ক্বারী হাসান আহমদের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন দিরাই থানা জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী হাসান আলী, দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা বিলাল আহমদ, মাওলানা নুমান আহমদ, মাওলানা ইউনুস আহমদ, মাওলানা ওবায়দুল্লাহ তাহমিদ, মাওলানা রেজওয়ান আল মামুন, হাফিজ এহিয়া বিন হাবিব, হাফিজ মারুফ আহমদ ইসা, হাফিজ জিয়াউর রহমান, মওলানা হানাফি, মাওলানা জুনাইদ আহমেদ, হাফিজ জিয়াউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন বিচারক আনজুমানে তালিমুল কুরআন কেন্দ্রীয় সনদ জামাতের শিক্ষক ক্বারী মাওলানা হাসান রাজা, আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জ সনদ জামাতের শিক্ষক ক্বারী রফিকুল ইসলাম।
প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মধ্যে প্রথম তিনজনকে নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করা হয়। প্রথম স্থান অধিকারী হলেন আল-হক্ব তাহফিজুল কুরআন একাডেমির সাকিব আল হাসান, দিরাই জামেয়া হাফিজিয়া হুসাইনিয়া মাদরাসার নাহিদ হাসান ও ঘাগটিয়া মাদরাসার মাহবুবুল হক।