শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
আমেরিকাসহ তাদের দোসরদের সমর্থনে অভিশপ্ত ইসরাঈল নিরস্ত্র ও স্বাধীন ফিলিস্তিনিদের উপর যে বর্বর হামলা করছে, তারই প্রতিবাদে ২১ মার্চ শুক্রবার বাদ জুমআ সুনামগঞ্জের দিরাই বাজার জামে মসজিদ থেকে এক এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে তৌহিদী জনতার ব্যানারে। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশটি দিরাই থানা পয়েন্টে অনুষ্ঠিত হয়।
হাফিয জিয়াউল করিমের সঞ্চলনায় বক্তব্য রাখেন দিরাই বাজার জামে মসজিদের ইমাম হাফিয মাওলানা আতিকুর রহমান, দিরাই উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী।
এ সময় বক্তরা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলিমদের উপর বোমা মেরে গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাঈলের প্রেসিডেন্ট নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে বক্তব্য রাখেন। পাশাপাশি তারা ইসরায়েলী পণ্য বর্জনেরও আহ্বান জানান। তারা আরও বলেন, যদি ফিলিস্তিনেিদর পক্ষে জিহাদের ডাক আসে, তবে সেই ডাকে আমরা নিজেদের জীবন দিয়ে হলেও মজলুম ভাইদের পাশে দাঁড়াতে চাই।