সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সামাজিক দুরত্ব বজায় রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে অঞ্চলের সাধারণ মানুষ খোজ খবর রাখার জন্য হাওর চোখের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। শনিবার সকাল ২ ঘটিকায় ধর্মপাশা উপজেলার মাহেদীপুর গ্রামের পাশ্ববর্তী হাওর চোখ উদ্বোধন করা হয়েছে। ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের অর্থায়নে হাওর চোখ নামক নৌকা তৈরী করেন। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ফেরদৌসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, যুবলীগের নেতা তরিকুল ইসলাম পলাশ প্রমূখ। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বঙ্গবন্ধুর নৌকা সব সময় উপযোগী, তাই নৌকার বিকল্প নেই, আসুন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে হাওর বাসীর উন্নয়নের কাজে যুক্ত হই।