বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
বিট রিপোর্টার-জমিয়ত, সদর (সুনামগঞ্জ): গত ১৪ মার্চ মঙ্গলবার সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের অষ্টগ্রাম রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের জনগণ, সাবেক দায়িত্বশীল, ছাত্র ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভোট ও বোর্ডের সিন্ধান্ত অনুযায়ি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কাঠইর ইউপি শাখার সাংগঠনিক সম্পাদক, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে খেজুর গাছ প্রতিক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত কাঠইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মুফতি শামসুল ইসলামকে সভাপতি পদে নির্বাচিত করা হয়। নির্বাচিত হওয়ার পর মুফতি শামসুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ দায়িত্ব চাইনি, এলাকার মুরুব্বীগন আমাকে এ দায়িত্ব দিয়েছেন, এলাকাবাসির সহযোগিতায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও পড়ালেখার মানকে উন্নত করার লক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ।