শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
ভাটপিাড়া (দিরাই) ইউনয়িন সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ‘আলোর দিশারী যুব সংঘ নূরনগর, আলীনগর’-এর কুইজের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সোমবার সংঘের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও মাসউদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মাওলানা জুবায়ের খান মাফিক, মাওলানা এনামুল হক, মাওলানা ইমদাদুল হক, হাফেজ তারেক মনোয়ার বকুল, হাফিজ জাবের আহমদ, আমার সুরমা ডটকম-এর ভাটিপাড়া ইউনিয়ন সংবাদদাতা ছাত্রনেতা জাবির হুসাইন চৌধুরী, শহিদুল ইসলাম, শাহির আলম মারুফ, মামুনুর রশিদ, জায়েদ আহমদ, মুশাহিদ ও হিবলু প্রমুখ। বক্তারা বলেন, যুবসমাজের অধঃপতন ঠেকাতে ও ছাত্র/ছাত্রীদের মেধাবিকাশে এ রকম প্রতিযোগিতার বিশেষ প্রয়োজন।