রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: ‘মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলায় হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখুন’ এই শ্লোগানকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম দিরাই উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বাদ আসর এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানাপয়েন্টে এসে এক পথসভায় মিলিত হয়। শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন শাখার সভাপতি মাওলানা নাজিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন ক্বাসিমী, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, যুব জমিয়ত সভাপতি মাওলানা আবিদুর রহমান, মাওলানা খালেদ আহমদ জায়িম, মাওলানা এনামুল হক, মাওলানা তাহির আহমদ, মাওলানা আরকান, মাওলানা নূর আলী, মাওলানা মুহাম্মদ মিয়া ও মাওলানা জবির হোসাইন চৌধুরী প্রমুখ। পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফের মোনাজাতের মাধ্যমে র্যালির কার্যক্রম সমাপ্ত হয়। সভায় বক্তারা রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়িদের প্রতি উদাত্ব আহ্বান জানান।